চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলের অর্থদন্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।

 

ভোলার চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে সাগার মহনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে অর্থদন্ডে-দন্ডিত করা হয়েছে।

 

রোববার বিকালে মেঘনা নদীর মোহনা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ ও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

পরে আটককৃত জেলেদেরকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে মোচলেকায় মুক্তি দেয়া হয়েছে। আটককৃত জেলেরা হলেন, কামরুল ইসলাম (৪২), মো. সিদ্দিক (২৬) , মনির হোসেন (১৮), চাঁন শরীফ (২১), মিজান (২৩), কবির হোসেন (২৯), বেল্লাল মাঝি (৪২), মাইন উদ্দিন (৩০)।

 

আটককৃত জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্ধা বলে জানা গেছে।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, আটককৃত জেলেদেকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে-দন্ডিত করে মোচলেকায় মুক্তি দেয়া হয়। এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধংস ও মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়েছে।

 

উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজনন লক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ।

এই বিভাগের আরো খবর