চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে শিবচর সাগর মোহনার মেঘনা নদীতে ১৩ জন মাঝি মাল্লাসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৫ জনকে জীবিত উদ্ধার করলেও ৮ জেলে এখোনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (০২ আগস্ট) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের শিবচর নামক এলাকার সাগর মোহনার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাসন উপজেলাধীন নুরাবাদ ৮ নং ওয়ার্ডের হুমায়ুন কবির, নুরুদ্দিন, নুরাবাদ ৯নং ওয়ার্ডের শাহে আলম, আহাম্মদপুর ৮ নং ওয়ার্ডের মোঃ মাহোদশন, আহাম্মদপুর ৯ ওয়ার্ডের জাহাঙ্গীর, বেল্লাল, ছাদেক ও সবুজ। উদ্ধার হওয়া জেলেরা হলেন, নাজিম, সুমন, মনির, শাহিন ও দুলাল। নিখোঁজ জেলেদের বাড়িতে শোকের মাতম চলছে।
ট্রলার মালিক রুবেল চৌকিদার বলেন, ‘গত ২৬ জুলাই মাছ ধরতে চরফ্যাশনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩ জন মাঝি-মাল্লাসহ তার ট্রলার নিয়ে শিবচর এলাকায় যায়। শুক্রবার শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়।এসময় অন্য ট্রলারের জেলেরা দুলাল মাঝিসহ ৫ জনকে উদ্ধার করলেও এখোনো ৮ জেলে নিখোঁজ রয়েছে।’
কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শুধাম চাকমা জানান, বৈরি আবহাওযায় নদী উত্তাল থাকায় নিখোঁজ জেলে উদ্ধারে অভিযান ব্যাহত হচ্ছে।