দেশ

চরফ্যাশনে চোরাই মোটরসাইকেলসহ শো-রুম কর্মচারী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে চোরাই মোটরসাইকেলসহ শো-রূমের কর্মচারী ফাইজুল ইসলাম সাইমুনকে গ্রেফতার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) চরফ্যাশন পৌরসভার ০৬নং ওয়ার্ড এলাকা থেকে পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে টিবিএস এপাসি ৪ভি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাল হোসেন বলেন, জনৈক রায়হানের ব্যবহৃত TVS Apache 4V মডেলের একটি মোটর সাইকেল ০৮/০৫/২০২৩ তারিখ চরফ্যাশন বাজার হইতে চুরি হয়। রায়হান বাদী হয়ে চরফ্যাশন থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি চুরি মামলা দায়ের করেন।

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারে লক্ষ্যে সোমবার (৮ মে) এসআই (নিঃ) প্রবোধ দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চরফ্যাশন পৌরসভার ০৬নং ওয়ার্ড এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য ফাইজুল ইসলাম সাইমুন (২০) গ্রেফতার করে। সাইমনের পিতাঃ মোস্তাফিজুর রহমান, সাং- পৌর ৬নং ওয়ার্ড, চরফ্যাসন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা স্বীকার করেন। গ্রেফতারকৃত দীর্ঘদিন যাবত চরফ্যাসনের TVS মোটরসাইকেল শোরুমে চাকুরি করতেন। শোরুম থেকে যারা কিস্তিতে গাড়ি কিনতেন তাদের একটি চাবি কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত শোরুমে রেখে দেওয়া হতো। পরবর্তীতে শোরুমে রক্ষিত চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করা হত।

তিনি আরও বলেন গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button