চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চরফ্যাশন প্রতিনিধি: ভোলা চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস)।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পার্টনার প্রকল্প (ব্রি অংগ) এর সহযোগিতায় যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) আয়োজনে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে যুব উন্নয়ন সংস্থার কার্যালয়ে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার সময় এ সব ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) এর নির্বাহী পরিচালক এ আর এম মামুন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ও প্রধান আলোচক ব্রি ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, যুব উন্নয়ন সংস্থা (ওয়াই ডি এস) উদ্যোগে ভোলা জেলাসহ ৭টি জেলায় ৪৮ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন ।