চরফ্যাশনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি:

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ -এ প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বুধবার সকাল ১১টায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে সামাজিক সংগঠন- তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম, তারুণ্যের নবযাত্রা ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর যৌথ উদ্যোগ এ দিবসটি পালন করা হয়।

নারী নেত্রী ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তারুণ্যের নবযাত্রা সংগঠনের প্রধান উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সহধর্মিনী ইয়াসরিবা মুমু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন এর সহধর্মিনী ডা. নুসরাত জাহান লাবনী, টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, রেজওয়ানা পারভীন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তারুণ্যের নবরযাত্রা সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের দাবি জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠান শেষে সংগ্রামী নারী জয়িতা পিংকির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এই বিভাগের আরো খবর