
এম আর মমিন: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নে অসহায় হতদরিদ্র প্রায় পাঁচশত পরিবারের মাঝে শাড়ী বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন , উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজন, প্রমূখ। এদিকে নজর নগর ইউনিয়নের বাবুরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শাড়ী বিতরণ কালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাবুর রহমান মাস্টার , কামাল হোসেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃজামাল হোসেন মাস্টার নজরুল নগর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ সাধারণ সম্পাদক রিয়াদ বিশ্বাস প্রমুখ।