চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ১৭৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অন্যান্য অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ক্যাডারের ১৭৪ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফৌজদারি কার্যপ্রণালি আইন-২০০৯-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৩ থেকে ৭ জুন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেয়েছেন নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা।

নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটদের ২ জুনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা বিভাগীয় কমিশনারের কাছে যোগদানপত্র জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এই বিভাগের আরো খবর