দেশ

ঘুষের টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার আটক , দুদক কর্মকর্তাদের উপর হামলা

সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী : অভিযান চালিয়ে রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে ঘুষের ১০ লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালাই কর অফিসের কর্মচারীরা।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় কর অফিসে এ অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটকের এতথ্য নিশ্চিত করেছেন দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান।

তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।

এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। কর ভবনের উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভেঙে বাধা প্রদানের চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।

এসময় মহিবুলের ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, রাজশাহী কর অঞ্চলের উপ কর কমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকিয়া ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি দশ লাখ টাকা নিয়ে এসে সাজানো অভিযানে আমাকে আটক করে। দুদক আমাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button