গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে লঞ্চ ঘাট এলাকায় ষষ্ঠ শ্রেণির জোবায়ের (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ ছাত্র রাজবাড়ির সদর মুলঘ ইউনিয়নের কুঠিরহাট এলাকার রূপপুর গ্রামের লাবলু শেখের ছেলে জুবায়ের শেখ। সে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, জুবায়ের বিকেলে কয়েকজন বন্ধুর সাথে খেলা করতে যায় নদীর পাড়ে। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে তাদের সাথে সে ও নদীতে নামে। সবাই গোসল করে উপর ওঠে আসে কিন্তু জুবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। সেসময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে। কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে উপরে উঠানো সম্ভব হয়নি।একপর্যায়ে তার সহপাঠীরা তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাশেদ খান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ করি। আমাদের সাথে পাটুরিয়া ঘাটের ডুবুরিদল উদ্ধার কাজে সহযোগিতা করে। আমাদের উদ্ধার কাজ রাত সাড়ে আটটা পর্যন্ত চলমান থাকে। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। অনেক রাত হয়ে যাওয়ায় আপাতত আমরা উদ্ধার কাজ বন্ধ রাখি। এতক্ষণে হয়ত শিশুটি আর বেঁচে নেই।আগামীকাল আবারও আমরা উদ্ধার কাজ শুরু করবো।

এই বিভাগের আরো খবর