গোপালগঞ্জের সেই হাতি এখন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

এম এইচ শাহীন, গাজীপুর: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মাহুত নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামে। সেই হাতিটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে গিয়ে দেখা যায় পার্কটি বন্ধ রয়েছে। তবে বেলা সাড়ে তিনটায় হাতিটিকে প্রধান ফটক দিয়ে হাতিশালায় নিয়ে আসা হয়। পার্ক কতৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সাফারি পার্কে ৮টি হাতি রয়েছে। এই হাতিটি সহ ৯টি হাতি এখন পার্কে আছে। এর মাঝে একটি হাতি বয়স্ক, সেটি অসুস্থ।সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের ভ্যাটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা হাতিটিকে সাফারি পার্কের ভেতর নির্ধারিত স্থানে নিয়ে এসেছি। প্রায় ত্রিশ মিনিট ধরে নামানোর চেষ্টা করছি যেহেতু হাতিটির পায়ে শিকল লাগানো নেই। পরিস্থিতি বুঝে হাতিটিকে অজ্ঞান করেও নামানো হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, মাহুতকে চাপা দিয়ে মেরে ফেলা হাতিটিকে গোপালগঞ্জ থেকে আমাদের টিম সাফারি পার্কে নিয়ে এসেছেন।

এই বিভাগের আরো খবর