Home বিনোদন গোপনে বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা!

গোপনে বাগদান সারলেন ভিকি-ক্যাটরিনা!

25
0
SHARE

বিনোদন ডেস্ক।।

ডিসেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বলিউডের এই দুই স্টারও এখন ব্যস্ত তাদের নতুন বাড়ি নিয়ে। সূত্রের খবর, চুপিসারে নাকি বাগদান অনুষ্ঠানও সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। যদিও এই দুই তারকা এখন পর্যন্ত কিছুই স্বীকার করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক কবীর খানের বাড়িতে দীপাবলির রাতে আশীর্বাদ সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। ‘নিউইয়র্ক’ ও ‘এক থা টাইগার’ সিনেমার কারণে এই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক ক্যাটরিনার। নিজের বড় ভাইয়ের মতো দেখেন তাকে।

খবরে আরো বলা হয়, মিডিয়ার চোখ এড়াতেই এই পরিচালকের বাড়িতেই আশীর্বাদ অনুষ্ঠান করেছেন। ক্যাটরিনার পক্ষ থেকে তার মা সুজান টারকোটে, বোন ইসাবেলা কাইফ সেখানে ছিলেন। ভিকির বাবা-মা শ্যাম ও বীণা কৌশলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি রাজস্থানের সওয়াই মাধুপুরের এক হেরিটেজ রিসোর্টে এই জুটির বিয়েয় অনুষ্ঠান হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

image_print