
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মো. মুসা হায়দার (৪৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় মৃত্যু বেড়ে ২১ জনে দাঁড়ালো।
বুধবার (৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেলে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাত তলা ওই ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনে থাকা বিভিন্ন দোকানের কর্মচারীদের পাশাপাশি সামনে রাস্তায় থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরাও হতাহত হন।