
শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা ববি হক। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শে পুরোপুরি বিশ্রামে আছেন বলে জানালেন ববি। গত ১৬ জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুটিং শুরু হয় ‘মেঘনা কন্যা’ ছবির। শুটিংয়ের মধ্যেই বুকে ব্যথা, কাশি, মাথাব্যথা হয় ববির। বাধ্য হয়ে শুটিংয়ের মাঝপথেই ঢাকায় ফিরতে হয়েছে অভিনেত্রীকে।ব
বি জানান, ‘মেঘনা কন্যা’ ছবির লোকেশনটি ছিল চর অঞ্চলে, যা বরিশাল শহর থেকে অনেক দূরে। শুটিংয়ের সময় ‘জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকায় চলে আসি। এসেই হাসপাতালে গিয়ে জানতে পারি নিউমোনিয়া ধরা পড়েছে। মাঝেমধ্যে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।’
আগের চেয়ে এখন ভালো আছেন জানিয়ে ববি বলেন, ‘ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পরপর নেবুলাইজার ব্যবহার করতে হয়েছে। তবে আগের চেয়ে এখন একটু ভালো আছি। আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’