জাতীয়রাজনীতি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে জায়েদা খাতুন 

নিজস্ব প্রতিবেদক।।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন এগিয়ে আছেন।

৪৮০ কেন্দ্রের মধ্যে ৩৫০ কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি ও নৌকার ভোটের ব্যবধান এখন সাড়ে ১৭ হাজার।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১২টা ২৮ মিনিট পর্যন্ত ৩৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন হাজার ১ লাখ ৮০ হাজার ৮৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩৭৮ ভোট।

তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৪৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৮৩ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button