গাজীপুর মহাসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক কর্মী খুন

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশার পথ গতিরোধ করে মোটরসাইকেলে যোগে তিন ছিনতাইকারী অটোরিকশার যাত্রীকে ছুরিকাঘাত করলে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবি খাতুন (২২) নামে এক পোশাক কর্মী নিহত হয়েছে।

নিহত পোশাক কর্মী শেনন সোয়েটার লিঃ নামে একটি তৈরি পোশাক কারখানার ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গতকাল বুধবার রাত ৮ টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে অটোরিকশা যোগে কোনাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় ওই গার্মেন্টস কর্মী। রাত সাড়ে ৮ টার সময় কোনাবাড়ীর বাইমাইল ব্রীজের উপর আসলে পিছন থেকে অজ্ঞাতনামা মোটরসাইকেলে থাকা তিনজন লোক অটো রিক্সার সামনে এসে গতিরোধ করে এবং অটোরিকশায় থাকা পোশাক কর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে মোবাইল নিতে বাধা দিলে ওই পোশাক কর্মীকে পিঠে এবং তার রানে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়।

অটোরিকশা চালক মো. রেজাউল করিম বলেন, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দুইজন যাত্রী উঠে। একজন নাওজোড় নেমে যায়। রুবি খাতুন নামে যে মেয়েটি খুন হয় সে কোনাবাড়ী আসবে। বাইমাইল ব্রীজের উপর আসা মাত্রই পিছন থেকে মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে বলে মোবাইল দে। তখন তিনি মোবাইল দিতে অস্বীকার করলে ধারালো ছুরি দিয়ে পোঁচ দিয়ে মোবাইল নিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় পোশাক শ্রমিক রুবি খাতুনকে প্রথমে গাজীপুরের কোনাবাড়ী পপুলার হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সরকার জানান, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ছুরিকাঘাতে আহত রুবি খাতুন নামে একজন পোশাক কর্মীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর