এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ।
শনিবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।
তিনি জানান, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মারিয়ালি কলাবাগান এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে নগরীর পাজুলিয়া দক্ষিন পাড়া থেকে রুমি বেগম ও মো. নাজমুল হোসেনকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর একে অপরের পরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রির কথা জানায়।