
অনলাইন ডেস্ক:
গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ওসি মো. জিয়াউল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেললাইনে আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত পৌনে আটটার দিকে খবর আসে ভূরুলিয়া রেললাইনের পাশে আগুনের ঘটনা আছে। পরে তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী জানান, দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল তবে তাৎক্ষণিকভাবেই তা নিয়ন্ত্রণ করা হয়েছে।