গাজীপুর প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সাড়ে ৩ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া এলাকায় মিফকিফ অ্যাপারেলস লি: কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই সময়ে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এরপরে তারা গাজীপুরা সাতাইশ হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাছা থানাধীন মালেকের বাড়িস্থ গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাস ভবনের সামনে অবস্থান করেন।
জানা যায়, মিফকিফ অ্যাপারেলস লি: কারখানায় প্রায় সাড়ে ৫ শ শ্রমিক কর্মরত আছে। শ্রমিকরা বলেন, আজ মাসের ২৮ তারিখ এখনো বেতন পাইনি। কিভাবে চলবো আমরা রুম ভাড়া, দোকান বাকী নিয়ে বিপাকে আছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯ টা থেকে একটি পোশাক কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে নেওয়া হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।