গাজীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন এর গলদা পাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা গলদাপাড়া নূর হোসেনের স্ত্রী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বামী নূর হোসেনের বাড়ীর পাশের উঠানে ধান শুকানো কাজ করছিলেন ফাতেমা। এসময় ধান উঠানোর সময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তানসেন চৌধুরী জানান, বজ্রপাতে ফাতেমার ডান পাশে ঝলছে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর