গাজীপুরে ফছি পাগলার মাজার ভেঙ্গে দিয়েছে মুসল্লীরা

এম এইচ শাহীন, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় একটি মাজারে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় মুসল্লীরা। স্থানীয়দের কাছে এটি শাহ সূফি ফসিহ পাগলা বাবার মাজার নামে পরিচিত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়। প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। এরপর ভ্যাকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কবর ও মাজারের প্রধান ফটক।

ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদকের ছড়াছড়ির অভিযোগে এনে আশেপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্র-শিক্ষক,মসজিদের ইমামসহ আলেম ওলামারা মাজারটি ভেঙে দিয়েছেন। এসময় ‘নারায়ে তাকবির’ ‘আল্লাহু আকবর’স্লোগান দিতে দেখা গেছে মুসল্লীদের।

মুসল্লীদের দাবী, এই মাজারে বছরের পর বছর অশ্লীল নাচ-গান ও গাঁজার আসর বসতো। মাজারের নামে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠিয়ে নিজেরা ব্যায় করতো। মাজারের কবরগুলোতে কোনো মৃতদেহ নেই। এই মাজার ভেঙে মসজিদ নির্মাণ করার দাবীও জানান মুসল্লীরা।

তবে মাজার পরিচালনায় থাকা ব্যাক্তিরা বলেন,মাজারে মাদক নিষিদ্ধ ছিল। মাজারের টাকায় অসহায় মানুষদের সহায়তা করা হতো। মাজারে একটি এতিম খানা ছিলো। এতিমখানার শিশুরা এসব দেখে আতঙ্কে আছে। মাজার ভেঙে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।

মাজারে দীর্ঘদিন ধরে থাকা ল্যাংটা কবীর বলেন, ‘আমার নাম ল্যাংটা কবীর। আমি দীর্ঘদিন ধরে ছিলাম তবে এখন চলে যাচ্ছি। মাজার ভেঙে ফেলা হয়েছে। মাজারে আগুন দেওয়া হয়েছে আমি অনেক কষ্ট পাইছি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন,‘মাজার ভাঙার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।’

এই বিভাগের আরো খবর