গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশু জুনায়েদ হোসেনের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী (আমবাগ) পশ্চিমপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের গলি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জুনায়েদ টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। নিহত জুনায়েদ তার মা ও বড় বোনের সঙ্গে সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।

নিহত জোনায়েদ এর নানী সুরাতন বলেন, খবর পেয়ে আমরা বাড়ি থেকে এসেছি। প্রায় ২০ বছর আগে বিয়ে হয় আমার ভাগ্নির। কিন্তু দূর্ভাগ্যবসত গত দুই বছর আগে জোনায়েদ এর মাকে ডিভোর্স দিয়ে তার বাবা বিদেশে চলে যায়। এক ছেলে ও মেয়েকে নিয়ে গার্মেন্টসে চাকুরী করে কোন মতে সংসার চলতো তাদের।

জুনায়েদের বড় বোন জান্নাতি বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জুনায়েদ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আত্মীয়- স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজা খুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ আমবাগের আলমগীর হোসেন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের গলিতে মরদেহ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জুনায়েদ পড়াশোনা করতো না, বাসায় থাকতো। আমরা জানি না, কেন আমার ভাইকে হত্যা করা হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবন থেকে পড়ে শিশু জুনায়েদ হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর