
গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
টঙ্গী-ভৈরব রেল সড়কের বসুগাঁও এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে মিলন মিয়া (১৯) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে ঝর্ণা আক্তার (২২)।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা একই পোশাক কারখানায় চাকরি করতেন, তবে তারা আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনায় মারা গেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’