গাজীপুর প্রতিনিধি: কভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তরপাশে সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পোশাক শ্রমিক হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে মীর আলম (৪০)। তিনি স্থানীয় একটি পেশাক তৈরি কারখানায় কাজ করতেন।এঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি কভার্ডভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মীর আলম নিহত ও আরও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, এঘটনায় কভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।