এম এইচ শাহীন, গাজীপুর: অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পদত্যাগের দাবিতে মঙ্গলবার ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে আনুমানিক এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওয়া মাত্রই সেনাবাহিনী, বিজিবি, এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এদিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ফলে গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রীরা যাতায়াতে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এবং বিভিন্ন যানবাহনকে বিকল্প পথে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে একজন শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন স্থগিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং মহাসড়ক পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।