গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, চালকসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- প্রাইভেট কার চালক তারেক (৩৫) ও রিয়াদ (৪০)।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। এদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হাইওয়ে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ির ভেতরে মোট পাঁচজনকে দেখতে পান। এর মধ্যে প্রাইভেট কারের চালক তারেককে মৃত অবস্থায় পাওয়া যায়। আর বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে রিয়াদ নামে আরেকজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, মঙ্গলবার ভোর রাত সাড়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে পাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেট কারের চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর