মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী(১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছ তার খালাতো ভাই খোকন (২৩)। বুধবার(৮ জানুয়ারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি সবজি বোঝায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আহত খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানা ( ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওলিনগরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।