গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ এখলাছ মিয়া(৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বালিয়াঘাট এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত এখলাছ মিয়া উপজেলার কাজিপুর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর, র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম জানান, ব্যাটারিচালিত অটোযোগে কাজীপুর হতে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে বিক্রয়ের উদ্দেশে বামুন্দি বাজারে আসতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে বালিয়াঘাট গ্রামের তারিক মিয়া বাসার সামনে থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি বাটন মোবাইল ফোনসহ এখলাছ মিয়াকে আটক করে। আটককৃত এখলাছ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর