খেলাধুলা

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম ইকবাল

 

খেলাধুলা ডেস্ক: 

 

আজ শুক্রবার (০৭ জুলাই) প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের । দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাত করতে যান তামিম ইকবাল। তার সাথে আছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।

 

 

এদিকে তামিমের এমন অতর্কিত অবসর ঘোষণায় যারপরনাই বিরক্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবশ্য বিরক্ত হলেও হাল ছাড়তে রাজি নন তিনি। তামিমের বড় ভাই নাফিস ইকবালের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয় তামিমের কাছে পৌঁছে দিতে। সেই বার্তার উত্তরের অপেক্ষা করছে বোর্ড।

 

 

এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার জন্য অপেক্ষা করবে বোর্ড।

 

তামিম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কারও সঙ্গে যোগাযোগ না করলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করেছেন। জানা গেছে প্রধানমন্ত্রী তার সঙ্গে অবসরের বিষয় নিয়ে কথা বলবেন।

 

 

এখন দেখার বিষয় প্রধানমন্ত্রীর সাক্ষাতে তামিম ইকবালের অবসর সংক্রান্ত আনাহুত সমস্যার কার্যকরী ও ফলপ্রসু কোনো সমাধান আসে কিনা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button