Home খেলার খবর লাথি মেরে স্ট্যাম্প ভাঙ্গা ও উপড়ে ফেলায় কঠিন শাস্তির মুখোমুখি মাগুরার ফয়সাল

লাথি মেরে স্ট্যাম্প ভাঙ্গা ও উপড়ে ফেলায় কঠিন শাস্তির মুখোমুখি মাগুরার ফয়সাল

68
0
SHARE

সময়ের চিত্র স্পোর্টস ডেস্কঃ

রিপোর্টারঃ মোঃ মাহমুদুল হক হাসান

সাকিব আল হাসান ইস্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ সোমবার (১৪ জুন) বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজ বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। পরবর্তী তারিখ ও সময় পুনরায় জানানো হবে।

গতকালের ঘটনায় যেমন শাস্তি হতে পারে সাকিবের

এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহামেডান-আবাহনী ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাকিবের বিরুদ্ধে আনিত অভিযোগ ও শাস্তির বিষয়ে ক্লাবের নিজস্ব মতামত জানানো হবে সংবাদ সম্মেলনে।

সাকিবের শাস্তি কমানোর আবেদন করেছে মোহামেডান

আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালে মুশফিককে এলবিডব্লিউ না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব। এছাড়া বৃষ্টির আগেই আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্তে স্ট্যাম্প উপড়ে ফেলে আলোচনা-সমালোচনার জন্ম দেন। এ ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।