খুলনায় দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক কর্মশালা

মেহেদী হাসান, খুলনা
খুলনায় বিউটি প্যালেসের উদ্যোগে দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট আকলি আক্তার। এই প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনাসহ আশপাশের জেলা-উপজেলার প্রায় শতাধীক নারীরা অংশগ্রহণ করেন। নারীদের সামনে এগিয়ে নিতে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ আয়োজন এবং এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন কিছু জেনে নারীরা নিজেকে গড়ে তুলতে পারবে বলে দাবী আয়োজক বিউটি প্যালেসের ওনার তামান্না হালদারের।

এই বিভাগের আরো খবর