খুলনায় চার দফা দাবিতে মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 খুলনা প্রতিনিধি:

রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ৪ দফার দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার বিকালে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আয়োজনে নগরীর শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাদিস পার্কে এসে শেষ হয় এবং শহীদ মিনারে সমাবেশ করা হয়। কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শেখ হাসিনার বিচারসহ অন্তরর্ভতীকালিন সরকারের নিকট ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান।সেই সাথে অন্য কোন শক্তি যাতে পরিস্থিতি অস্থিতিশীল তৈরী করতে না পারে সেজন্য সকল ছাত্র সমাজকে সজাগ থাকার আহবান জানান তারা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তাঁর দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ এবং নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন ও বিচার বিভাগে যাঁরা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরো খবর