মেহেদী হাসান, খুলনা : খুলনা নগরীর ময়ূর নদের পাশ থেকে এক ব্যক্তির খণ্ডিত পা উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।
রোববার (৬ অক্টোবর) দুপুরে নদের পাশে ময়লার স্তুপ থেকে সেটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার এস আই দীপক কুমার পাল জানান, সকালে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। পায়ের পাতার কিছু অংশ পচন ধরা ছিল। কাউকে হত্যার পরিকল্পনা থেকে পা কাটা হয়েছে নাকি পচন ধরায় পা কেটে ফেলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আপাতত খণ্ডিত পায়ের সুরতহাল ও ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে সব ধরনের আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।