আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে বাস চাপায় মোঃ শামসুল আলম (৩২) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পচা মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শামসুল কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা।
এ দূর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। আহত ব্যাক্তির নাম মোঃ আবুল কাশেম (৪০)। তারা দুইজন আপন দুই ভাই বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ এসে বাসটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। এখন পর্যন্ত কোন অভিযোগ আসে নি। শুনেছি দু’পক্ষ স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।