খেলাধুলা

কী আছে রোনাল্ডোর উপহার পাওয়া ৮ কোটি টাকার ঘড়িতে?। সময়ের চিত্র

মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্লাবটিতে যোগ দেওয়ার পর এবার ৮ কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার পেলেন পর্তুগিজ সুপারস্টার। খবর জিও নিউজের।

গত বছরের শেষ দিকে বার্ষিক ১৭৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ফুটবলে যোগ দেয়ার আনন্দ উদযাপন করতে রোনালদোকে বিশেষ এক হাতঘড়ি উপহার দিয়েছে ‘টাইমপিস’ কোম্পানি জ্যাকব অ্যান্ড কো.।  বিশেষ সেই ঘড়িটির রং সবুজ।

মূলত সৌদি আরবের পতাকার সঙ্গে মিল রেখেই ঘড়িটি তৈরি করা হয়েছে। রোনালদোর হাতঘড়িটি সাজানো হয়েছে ৩৩৮টি অতি-বিরল রত্নপাথর দিয়ে। ঘড়িটি ১৮ ক্যারাটের সাদা স্বর্ণ দিয়ে বানানো। যার বর্তমান বাজারমূল্য ৬৩ লক্ষ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৮ কোটি ২৭ লক্ষ ১১ হাজার ৭৪৪ টাকার। সম্প্রতি সবুজ রংয়ের এই টাইমপিসটি পরে ক্যামেরাবন্দি হন রোনাল্ডো।

জ্যাকব অ্যান্ড কো. এর দেয়া উপহারটি ছাড়াও রোনাল্ডোর সংগ্রহে রয়েছে কোটি কোটি টাকার হাতঘড়ি।  যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রোনাল্ডোর কালেকশনে প্রায় ৬৬ কোটি টাকার ঘড়ি রয়েছে।

ব্যক্তিজীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়েছে। ডেইলি মেইল জানিয়েছে, রোনাল্ডোর সংগ্রহে ৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের হাতঘড়ি রয়েছে। বাংলাদেশি টাকায় যা ৬৫ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৭২৬ টাকার সমান।

রোনাল্ডোর সংগ্রহে থাকা সবচেয়ে দামি ঘড়িটির নাম রোলেক্স জিএমটি-মাস্টার ২। ঘড়িটি ১৮ ক্যারেট সাদা স্বর্ণে মোড়ানো। ঘড়ির প্রতিটি ইঞ্চি ৩০ ক্যারেটের ব্যাগুয়েট হীরা দ্বারা আবৃত। জিএমটি-মাস্টার ২ মডেলের রোলেক্স ঘড়িটির দাম ৬ লক্ষ ৫০ হাজার পাউন্ড।

বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৫০ লক্ষ ৬৮ হাজার টাকার বেশি।  রোনাল্ডোর সংগ্রহে থাকা সর্বনিম্ন মূল্যের ঘড়িটির নাম জ্যাকব অ্যান্ড কো. এর এপি এক্স ‘ফ্লাইট অব সিআর৭’। যার বাজারমূল্য ৪৫ হাজার পাউন্ড বা ৬০ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button