ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নূরুল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৌর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৬ বছর বয়সী গ্রেপ্তার নূরুল আমিন উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পৌর এলাকার একটি আইটি ট্রেইনিং সেন্টারের প্রশিক্ষক।
পুলিশের ভাষ্য, গত শুক্রবার বিকেলে আইটি পার্ক নামের ওই ট্রেইনিং সেন্টারের ভেতরে ১৬ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন নূরুল। ঘটনাটি কাউকে না বলতে ওই কিশোরীকে ভয়ভীতিও দেখান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারকে ঘটনাটি জানালে থানায় মামলা হয়। এর ভিত্তিতে নূরুল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।