
তাসলিমা আক্তার মিতু, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০জুলাই) দুপুরে জেলা শহরের একরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানায়, একরামপুর এলাকায় জমায়েত হয়ে নাশকতার চেষ্টা করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ১৩ জন হলেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতের অঙ্গ সংগঠন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন , বাজিতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল হাকিম, পাকুন্দিয়া উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর , পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান সাকিব, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান সাকিব , কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা নূর নবী , সদর উপজেলার পশ্চিম জিনারাই গ্রামের জামায়াত নেতা আব্দুল ওয়াহাব , রহিমপুর গ্রামের জামায়াত নেতা আব্দুর রহমান , সদর উপজেলার মনাকর্শা গ্রামের জামায়াত নেতা মো. মোখলেছ , একই গ্রামের ছাত্র শিবির নেতা মো. ইয়াসিন , সদর উপজেলার মাথিয়া গ্রামের জামায়াত নেতা আবু সালেহ , দানাপাটুলি গ্রামের ছাত্র শিবির নেতা মিজান মিয়া , কড়িয়াইল গ্রামের জামায়াত নেতা জিল্লুর রহমান ও করিমগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের জামায়াত নেতা ফাইজুদ্দিন ওরফে টুটুল।
এ বিষয়ে পুলিশ জানায়,গ্রেফতারকৃত ১৩ জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।