গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে থেকে দেয়াল টপকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে। তবে এ সময় কারারক্ষীদের গুলিতে ছয়জন বন্দী নিহত হয়েছেন। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনাটি গতকাল ঘটলেও বুধবার (৭ আগস্ট) বন্দী পলায়ন ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।
ঘটনাটি গতকাল ঘটলেও বুধবার বন্দী পলায়ন ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি বলেন, পালানোর সময় এনকাউন্টারে ৬ জন বন্দী মারা গেছে। এ ছাড়া দেয়াল টপকে দাঙ্গা করে বেড়িয়ে গেছে ২০৯ জন বন্দী। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিবেশ স্বাভাবিক আছে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় কারাগারে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করেন। পরে অতিরিক্ত সেনাসদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ সময় বন্দীদের স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করলে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিক্ষোভ, বিপুল সেনা মোতায়েনকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিক্ষোভ, বিপুল সেনা মোতায়েন
কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর একটি মহিলা কারাগারসহ চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। তার মধ্যে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবনসহ দুর্ধর্ষ আসামিরা বন্দী রয়েছেন। এছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতা-কর্মীও ওই কারাগারে রয়েছেন।