দেশ

কালীগঞ্জে পথচারীদের মাঝে ওসির ইফতার বিতরণ

সহিদুল ইসলাম, লালমনিরহাট : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাস ও ট্রাক চালক, রিকশা চালক, অটোচালক রোজাদারসহ এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করে সবার দৃষ্টি কেড়ে নিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে তীব্র গরমে ইউনিফর্ম পড়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন মোড়ে, বাজারের ভিতরে এবং রেলস্টেশনে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতারের আইটেম হিসেবে প্রতি প্যাকেটে দিয়েছেন কাচ্চি-বিরিয়ানি,বুট-বুন্দিয়া,ফলমুলসহ পানির বোতল। পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সকল শ্রেনি পেশার মানুষজন।

এর আগে তিনি প্রতিবন্ধীদের সাথে নিয়ে থানায় বসে

ইফতার করে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন।

ইফতার পেয়ে আনন্দ প্রকাশ করে অটোচালক লাল মিয়া বলেন, এর আগে অনেক ওসি এই থানায় ছিলেন এই স্যারের মতো কেউ এভাবে রাস্তায় ইফতার দেয়নি। ইফতারের সময় বাড়িতে চলে যাইতাম বাড়িতে ইফতার করতাম। ইফতার শেষে আবার গাড়ী নিয়ে বের হতাম। খুব ভালো লাগলো ওসি স্যারের ইফতার বিতরণ করায়। দোয়া করি আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন,আমার নিজ উদ্যেগে ৫০ জন পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। পুলিশ সব সময় রাষ্ট্রের মহান দ্বায়িত্ব পালনের মধ্য দিয়ে মানুষের জন্য কাজ করে। মানুষের জানমালের নিরাপত্তা দিতে সদা তৎপর কালীগঞ্জ থানা পুলিশ। এছাড়াও পুলিশ ও জনগণের মাঝে আরও দৃঢ় বন্ধন স্থাপন করতে আমরা সকল মানবিক কাজ করতে অঙ্গিকারবদ্ধ। আমার উদ্দেশ্য লোক দেখানো নয়। সাধারন মানুষ যেন পুলিশ সম্পর্কে ভীতি ও নেতিবাচক ধারনাগুলোর পরিবর্তন আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button