দেশ

কালীগঞ্জে তরুন উদ্যোক্তা শান্তর ঈদ উপহার বিতরণ

সহিদুল ইসলাম, লালমনিরহাট :

লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও দুঃস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে সমাজ সেবক ও তরুণ উদ্যোক্তা মমতাজ আলী শান্ত তার নিজ অর্থায়নে ৭২০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামের নিজ বাড়িতে এসব ঈদ উপহার সামগ্রি বিতরন করেন তিনি।

ঈদ উপহার পেয়ে রফিকুলের মত অনেকে বলেন, হামরা জীবনভর দোয়া করি আল্লাহ ওমাক (তাকে) ভাল থুক (রাখুক)। হামার মত গরীবের পাশে যেন সারাজীবন থাকে। ধনীর ঘর (বৃত্তবানরা) যদি একনা করি হামার মত অচল মাইনসের (মানুষের) দিকে দেখিল হয়, তাইলে হামার কষ্ট কম হইল হয় ।

এ সময় তরুণ উদ্যোক্তা মমতাজ আলী শান্ত বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেয়ার মধ্যে রয়েছে বড় আনন্দ। এ জন্য প্রতি বছর প্রিয় মানুষ গুলোর জন্য ভালোবাসার ঈদ উপহার বিতরণ করি। সমাজ সেবা আমার নেশা। তেমনি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষ গুলো নতুন কাপড় পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এতে আমার আত্নতৃপ্তি।

প্রতিবছরের মত তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্ট। সব সময় এই মানুষ গুলোর জন্য নিজ সাধ্যমত কিছু করার চেষ্টা করি। সকলে আমার জন্য দোয়া করবেন আমার এ কার্যক্রম চলমান থাকবে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রইল ঈদ উপলক্ষে সবাই নিজ অবস্থান থেকে নিজ এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ান সামর্থ্য অনুযায়ী।

ইউপি সদস্য ইয়াছিন আলী বলেন, দীর্ঘদিন ধরেই আমার বাল্যবন্ধু মমতাজ আলী শান্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে। এ ছাড়াও এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসায় নিজ অর্থায়নে সহায়তা অব্যাহত রেখেছে। তার কাজগুলো সমাজের মানুষের কাছে প্রশংসনীয়।

মাদ্রাসা শিক্ষক ইউসুফ আলী বলেন,’ মমতাজ আলী শান্ত দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছে। প্রতিবছর ঈদ আসলে গরীব-অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে এই ধরনের আয়োজন করে থাকে।’ প্রতিটি মানুষ সমানভাবে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সেজন্য তার এই প্রচেষ্টা।

জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বলেন,এটি একটি প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। ‘মমতাজ আলী শান্ত এলাকার উন্নয়নে’ যা করছে তা সত্যিই বিরল। এভাবে প্রত্যেকে যদি মানুষের জন্য এগিয়ে আসে তাহলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button