মনপুরা সংবাদদাতা ॥ হঠাৎ কালবশাখী ঝড়ে
ভোলার বিছিন্ন উপজল মনপুরা উপজলার হাজিরহাট, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের তিন শতাধিক ঘর-বাড়ি বিধস্ত হয়েছে।
এর মধ্য উপজলার হাজিরহাট ইউনিয়নের তিনটি গ্রাম ঝড় লন্ডভন্ড হয় যায়। এতে ঝড়র কবলে দ্বীপ উপজলার বাসিদারা জীবনের শেষ সম্বল হারিয়ে দিশহারা হয় পড়ছে। খোলা আকাশের নিচে রয়েছে প্রতিটি পরিবার।
এদিকে ঝড়ে বিধস্ত ঘরের নিচে চাপা পড়ে তিন জন আহত হয়। এদর সবাইক মনপুরা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ঝড়ের তান্ডববে ঘরের নিচে চাপা পড় আহত তিনজন হলন, শাকিল, ফরিদ ও ইব্রাহীম।
এদিক কালবশাখী ঝড় ক্ষতিগ্রস্তদের জন্য ভালা-৪ আসনর সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ব্যক্তিগত তহবিল থক একলক্ষ টাকা অনুদান ঘোষনা করেছেন বল নিশ্চিত করছন উপজলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।