নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কানাডা ফার্স্ট মুভমেন্ট এবং ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জুন বুধবার সকাল ১০ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আশরাফ সাদেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্সের রাজনৈতিক বিষয় ও সহযোগিতা বিষয়ক রাষ্ট্রদুত মিসেস ফাদওয়া আবদেল-মাওল্লা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা ফার্স্ট মুভমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি গ্রুপে (বিপণন এবং বিক্রয়) পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।
বক্তব্য রাখেন, ইকো-কনসার্ন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী সাইফুর রহমান, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের আইন ও সম্পদ বিভাগের সহকারী পরিচালক তানিয়া আক্তার কেয়া, প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাইজা করিম।
বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচচ্ছন্নতার ওপর তাগিদ দেন।