কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ায় সরকারের সামাজিক নিরাপত্তা বিষয়ক ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগীতায় বহুমুখীজনকল্যাণ সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের প্রশিক্ষন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বহুমুখীজনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসউদুল আলম, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, ইউপি সদস্য মোস্তফা হাওলাদার ও মোঃ মজিবুর রহমান। প্রশিক্ষনে প্রায় অর্ধশত নারী অংশগ্রহন করেন।