জাতীয়

কর্মকর্তাদেরকে প্রকৃত সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

কর্মকর্তাদেরকে প্রকৃত সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের সেবা করার প্রত্যয় নিয়ে কর্মকর্তাদের কাজ করতে হবে। একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। জনসেবার পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।

মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সঠিক নেতৃত্বে সঠিক পথে রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দক্ষতা বিষয়ে বিশ্বনেতাদের ভূয়সী প্রশংসা প্রমাণ করে বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ প্রশংসা দেখে বিদেশি প্রভূদের কাছে ধর্না দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরও বিরোধী পক্ষের মিথ্যাচার বন্ধ হয়নি। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।

পরে মন্ত্রী বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button