খেলাধুলা ডেস্ক।।
ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার রাতে নমপেন অলিম্পিক স্টেডিয়ামে শক্তিশালী মজিবর রহমান জনির গোলে ১-০ ব্যবধানে কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। উল্টো ম্যাচের ২৫তম মিনিটে লিড নেয় জামাল ভূঁইয়ারা। মাঝমাঠ থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রস দ্রুত ছুটে গিয়ে ডি-বক্সে দখলে নেন জনি। কম্বোডিয়ার ডিফেন্ডারদের অফ সাইডের পাতা ফাঁদ এড়িয়ে তিনি বল জড়ান জালে।
৪১ মিনিটে চানপলিনের শট ঠেকিয়েছেন গোলরক্ষক জিকো। ৬৮ মিনিটে বদলি লিম পিসথের হেড চলে যায় বাইরে। না হলে বাংলাদেশকে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হতো।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, কম্বোডিয়া থেকে জয়ের জ্বালানি নিয়ে বেঙ্গালুরু যেতে চান। সেটা পেরেছেন। তবে বাংলাদেশ ম্যাচ জিতলেও সমর্থকদের মন জিততে পারেনি। গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক কম্বোডিয়ার খেলা দেখেই বেশি আনন্দ পেয়েছেন।