মানিকগঞ্জ প্রতিনিধি:
কথিত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস গোপন রেখে ভুলভাবে প্রচার করে আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্তিতে ফেলেছে, তাই আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকায় মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য দানকালে একথা বলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন, ৭১ সালে মুক্তিযোদ্ধ চলাকালে সাধারণ জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিল। তাদের অক্লান্ত পরিশ্রম ও যুদ্ধের ফলে আমাদের এই স্বাধীনতা। সেই সময় কথিত এই আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল ছিল। যুদ্ধের সময় তারা ভারতে আশ্রয় নিয়েছিল। সেই ভারতে তারা কি করেছে এবং সাধারণ মানুষ কি যুদ্ধ করেছে, এই ইতিহাস সঠিক ভাবে জানানো হয়নি। গত ১৭ বছরে এই ইতিহাসকে পরিবর্তন করে আমাদের উপরে তারা একটা অসত্য ইতিহাস সামনে আনার চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে। আমাদের জানতে হবে, সেদিন যদি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজকে এই বিজয় উদযাপন করতে পারতাম কিনা সন্দেহ ছিল। জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে আহবান করেন।
এর আগে তার নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি সিংগাইর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংগাইর থানার সামনে দিয়ে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ সফিউদ্দীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, সাবেক কমিশনার নূরে আলম বাবুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল হাসান, বিএনপি নেতা মহিদুর রহমান ফকিরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।