শেরপুর প্রতিনিধি:
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এ সময় ৫টি দোকানে লুটপাট চালানো হয়। গতকাল (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৌরীপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) এবং দেলওয়ার হোসেন মিন্টুর ছেলে শ্রাবন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গৌরীপুর এবং খোয়ারপার কোদলা পাড়া গ্রামের কিশোরদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এক পর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে গৌরীপুরের মিজান এবং শ্রাবনকে পিটিয়ে আহত করে খোয়ারারপাড় শাপলা চত্বর এলাকার কিছু দুর্বৃত্ত। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা মিজানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শ্রাবনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সেনাবাহিনী এবং পুলিশ টহল দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে দুইটি মৃত্যুর ঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।