‎ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে বর্ণাঢ্য র‍্যালি

‎মানিকগঞ্জ প্রতিনিধি:
‎ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিংগাইর উপজেলা শাখা (শান্ত অংশের) উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) দুপুরের দিকে উক্ত র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে শত শত বিএনপি নেতাকর্মী অংশগ্রহন করেন। এসময় র‍্যালিপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, সিংগারের রূপকার ছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম, তার মৃত্যুর পর সিংগাইরের উন্নয়নের হাল ধরেছেন তারই সুযোগ্য সন্তান সাবেক এমপি  ইঞ্জি: মাইনুল ইসলাম খান শান্ত। ইঞ্জি: মাইনুল ইসলাম খান শান্তর হাত ধরেই সিংগাইর বিএনপি এগিয়ে যাবে বলে বক্তারা জানান।

সিংগাইরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সরকার আপনাদের প্রতি যে দায়িত্ব অর্পন করেছে, আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব পালন করে যাবেন। সিংগাইরের জনগণ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। তবে তিনি এসকল কর্মকর্তাদের হুঁশিয়ারি করে বলেন, আপনারা কেউ অন্যায় কাজে লিপ্ত হবেন না এবং কোন অন্যায়কারীদের প্রশ্রয় দিবেন না। আর যেহেতু দেশে স্থানীয় সরকার  নেই, প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কাজ চলছে। তাই জনগণের কোন সেবা যেন বিঘ্নিত না হয়। সেটা নিশ্চিত করতে হবে।

‎উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ সফিউদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। সিংগাইর উপজেলা বিএনপির সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার কাজী, সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন,  সেচ্চাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলামসহ অনেকে।

‎এছাড়া সিংগাইর পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর