Home খেলার খবর এশিয়া কাপ হকিতে সাজেদ এ এ আদেলকে জুরি অফ আপিলে নিয়োগ দেওয়া...

এশিয়া কাপ হকিতে সাজেদ এ এ আদেলকে জুরি অফ আপিলে নিয়োগ দেওয়া হয়েছে

179
0
SHARE

সাবেক ডেপুটি মেয়র ও সংসদ সদস্য মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেল এর তৃতীয় সন্তান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব তারেক এ. আদেল এর বড় ভাই, মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক হকি খেলোয়াড়, সংগঁঠক ও স্থায়ী সদস্য, সাবেক জাতীয় হকি খেলোয়াড়, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু, সাবেক সাধারণ সম্পাদক (বা,হ,ফে) বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি, জাতীয় হকি দলের প্রধান নির্বাচক ও এশিয়ান হকি ফেডারেশন এর অন্যতম কার্যনির্বাহী সদস্য জনাব সাজেদ এ এ আদেল কে (এশিয়া কাপ হকি জাকার্তা ২০২২) জুরি অফ আপিল নিঁয়োগ দেয়া হয়েছে।

জনাব সাজেদ এ এ  আদেল  এশিয়ান হকি ফেডারেশন এর সকল সদস্য, সি,ই,ও ও সভাপতি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

image_print