Home এক্সক্লুসিভ চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির একটি ভোদর খাঁচায় বন্ধি: শনিবার অবমুক্ত করবে...

চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির একটি ভোদর খাঁচায় বন্ধি: শনিবার অবমুক্ত করবে বনবিভাগ

548
0
SHARE

সময়ের চিত্র নিউজ ডেস্ক।। ভোলার চরফ্যাশনের পৌরসভা ৮ নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনের পুকুরে মাছ শিকারে এসে জালে আটকা পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি বন ভোদর।

মাছ শিকার করতে আসা ভোদরটি পুকুর পাড়ে জালে জড়িয়ে পড়লে পুকুর মালিক ভোদরটি ধরে খাঁচায় বন্ধি করে রাখেন।

খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন শুক্রবার রাতে পুকুর মালিক গিয়াস উদ্দিনের কাছ থেকে  ভোদরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

শনিবার ভোদরটিকে কুকরিমুকরি  বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করবেন বলে জানান চরফ্যাশন উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি জানান,  জালে আটকে পরা ভোদরটি একটি বিলুপ্ত প্রজাতির ভোদর, এগুলো এখন সচরাচর দেখা যায় না। স্থানীয় ভাষায় এদের উদবিড়াল বলা হয় এরা সাধারণত জলে এবং স্থলে বাস করতে পারে। খাবারের সন্ধানে এরা নদী বা পুকুরের পানিতে নামে। মাছ এদের প্রিয় খাবার। উদ্ধারকৃত ভোদরটি কুকরি মুকরি  বনে অবমুক্ত করা হবে।

image_print