
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে একের পর এক বিষ্ফোরণের ঘটনা রহস্যজনক। মঙ্গলবার (৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ কথা বলেন।
সিদ্দিকবাজারে বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসবিচ বলেন, ‘রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন। তার আগে শনিবার চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ধরনের ঘটনায় গত কয়েকদিনে ২৬ জনের অধিক লোক মৃত্যবরণ করেছেন। এসব বিষ্ফোরণের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।’